১৯৭১ সালে শহীদ মোস্তফা কামালের সাহসীকর্তার স্মৃতিকে ধারন করার জন্য তৈরি করা হয়েছে এই স্মৃতি। মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে বাংলাদেশের সর্ব প্রথম সশস্ত্র প্রতিরোধ করেন শহীদ মোস্তফা কামাল সহ বিভিন্ন স্থানের দেশভক্ত বাংলাব দামাল ছেলেরা। সশস্ত্র প্রতিরোধ করা সময় এখানে অগনিত মানুষ পাকিস্তানী হানাদার বাহীনির হাতে শহীদ হয় । শহীদ মোস্তফা কামাল সহ সকল শহীদদের স্মৃতি প্রতি সম্মান জানানোর জন্য তৈরি হয়েছে এই স্মৃতি ফলক ।
এই সশস্ত্র প্রতিরোধ দুৎসাহসী ভুমিকা দেখায় শহীদ মোস্তফা কামাল এই কারনে এই ফলকের নাম করন করা হয় শহীদ মোস্তাফা কামালের নামে।
এই দিনে ঝিনাইদহ জেলা বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ এখানে এসে শহীদের প্রতি সম্মান জানাই।
১৬ই ডিসেম্বর স্থানীয় জনসাধারণ সহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা এখানে আসে শহীদদের প্রতি সম্মান জানাতে ।