রিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমির প্রয়োজন। বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদ ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য গাছপালা লাগানো ও তার পরিচর্যার প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত সেবা ও অধিকার
সচরাচর জিজ্ঞাসা
প্রশ্ন ১: একটি দেশে মোট কতখানি বনভূমি দরকার?
উত্তর: একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা দরকার।
প্রশ্ন ২: বৃক্ষরোপণ ও পরিচর্যায় ইউনিয়নে কারা দায়িত্ব পালন করে?
উত্তর:বৃক্ষরোপণ ও পরিচর্যায় ইউনিয়ন পরিষদের পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি দায়িত্ব পালন করে।
প্রশ্ন ৩: পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি কি দায়িত্ব পালন করে?
উত্তর:জনপথ,জনসাধারণের রাস্তা,জনসমাগমের জায়গায় বৃক্ষরোপণ, উন্নত জাতের গাছের চারা সংগ্রহের জন্য জনগণকে উৎসাহিত ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস